বিজয় একাত্তর ডাউনলোড করার পর zip ফাইলটি Extract করুন। Extract করার পর BijoyEkattorMac ফোল্ডার থেকে ‘How to Install’ ফাইলটি পড়ুন। এরপর নির্দেশনা অনুযায়ী বিজয় একাত্তর সফটওয়্যার ইনস্টল করুন। ইনস্টল করার পর এটি ব্যবহার করতে পাসওয়ার্ড লাগবে। কেবলমাত্র লাইসেন্সধারী হলেই পাসওয়ার্ড পাওয়া যায়। প্রতিটি কম্পিউটারের জন্য আলাদা লাইসেন্স লাগবে। বিজয় একাত্তর সফটওয়্যারের লাইসেন্স মূল্য মাত্র ৫০০০ টাকা।
এটি হচ্ছে তাদের ওয়েব পেজের বিজ্ঞাপণ যদি আপনি “আনন্দ কম্পিউটার্স, ১৮৮ মতিঝিল সার্কুলার রোড, আরামবাগ, ঢাকা-১০০০, বাংলাদেশ” থেকে ৫০০০/- ব্যায় করে প্রোডাক্টটি কিনতে চান তাহলে।
আর যারা আমার মত উন্মুক্ত সফটওয়ারে বিশ্বাস করেন এবং ফ্রিতে পেতে চান তারা দেখুন কিভাবে কি করতে হবেঃ
আনন্দ কম্পিউটার্স এর সাইট থেকে সরাসরি Zip ফাইলটি ডাউনলোড করুনঃ http://www.bijoyekushe.net/html/ekaMacDownload.html
বিজয় একাত্তর ডাউনলোড করার পর zip ফাইলটি Extract করুন।
Extract করার পর BijoyEkattorMac ফোল্ডারটি খুলুন, এখানে আপনি অনেকগুলো ফাইল দেখতে পাবেন, এবার আপনি সরাসরি AllFonts.pkg টি রান করান।
আপনার ম্যাকবুকের পাসওয়ার্ড দিয়ে ভেরিফাই করুন, সবশেষে ম্যাক রিস্টার্ট করুন।
আপনি নিশ্চয় খেয়াল করেছেন, Extract করা ফোল্ডারটির মধ্য থেকে আপনি নিছের ফাইলগুলো কপি করুনঃ
Bijoy Classic.icns
Bijoy Classic.keylayout
Bijoy Ekattor.icns
Bijoy Ekattor.keylayout
Bijoy Unicode.icns
Bijoy Unicode.keylayout
এবার আপনি Library ফোল্ডারে যান, (এটি সাধারণত আপনার User Folder এ থাকে, না পেলে Search দিন)
এখানে Input Methods নামের ফোল্ডারটি খুজে বের করুন এবং ফাইলগুলো Paste করুন
এবার System Preference এ যান, Language & region এ যান (অথবা ম্যাকের উপরের দিকে ডানে US ফ্লাগ এ রাইট ক্লিক করে সবার নিছের অপশনটিতে ক্লিক করুন)
এখন, বামদিকে আপনি বিভিন্ন ভাষার লেআউট/অপশন পাবেন, একটু স্ক্রল করে Bijoy Classic, Bijoy Ekattor এবং Bijoy Unicode তিনটি অপশন সিলেক্ট করে বেরিয়ে আসুন।
এবার যেখানে আপনি বাংলা লিখতে চান সেখানে যান, উপরের ডানে US Flag এ আবার ক্লিক করুন, দেখুন Bijoy এর অপশন এসেছে, ব্যস, আরামসে টাইপ করুন।
যাদের এটি করতে সমস্যা হয়, তারা যোগাযোগ করতে পারেন
No comments:
Post a Comment